বার্তা ৭১ ডটকমঃ বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ কোটি ৫২ লাখ ৮৭ হাজার ৮৯ জন। সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ কোটি ১৩ লাখ ১৫ হাজার ৬২ জন এবং মৃতের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৮৭৯ জন।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য জানিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ১৯৭। মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ২৪৯ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৯১৩। মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৩৬৪ জন।
তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮১ লাখ ৩৩ হাজার ৮৩৩। মারা গেছেন ২ লাখ ৩ হাজার ৬১৭ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।