বার্তা ৭১ ডটকমঃ জঙ্গি মতাদর্শ ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছেন ৯জন। এর মধ্যে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় ও আনসার আল ইসলামের তিন সদস্য রয়েছেন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, ৯ জনই র্যাব সদর দপ্তরে গিয়ে আত্মসমর্পণ করেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে আত্মসমর্পণ করেন। তাদের পেশার ধরণ অনুযায়ী পুনর্বাসন করা হবে বলেও জানানো হয়।
র্যাব তাদের এই কর্মসূচিকে বলছে ‘ডি-র্যাডিকালাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম’।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার বুধবার এক অনির্ধারিত অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, ওই নয়জনের মধ্যে দুজন নারী এবং সাতজন পুরুষ। তাদের কাউকে ছয়মাস, কাউকে দুইমাস ধরে অনুসরণ করা হচ্ছে। এরা কেউ ডাক্তার, কেউ আইটি বিশেষজ্ঞ, কেউ ছাত্র। ১৮ থেকে ৩৫ বছর বয়সের এই দলের কেউ জেএমবি, কেউ আনসার আল ইসলামের সদস্য হয়েছে। জঙ্গি সেজেই তাদের সাথে মিশে পরে নজরদারিতে এনে তাদের পথটি যে ভুল, তা তাদের বোঝানো হয়েছে। তাদের আলোর পথে ফিরিয়ে আনার এটা প্রথম ধাপ।
এই নয়জনের মধ্যে একজনের বিরুদ্ধে পুরনো একটি মামলা রয়েছে, বাকিদের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক।
যারা আত্মসমর্পণ করেছেন- তাদের কাউকে গাভী দিয়ে, কাউকে ট্রাক্টর দিয়ে, কাউকে টাকা দিয়ে, কাউকে কম্পিউটার দিয়ে পুনর্বাসন প্রক্রিয়াটি এগিয়ে নেয়া হবে বলে জানান কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার।