ঢাকা : আদালতে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় ঢাকার কোতয়ালী থানায় বিএনপি সমর্থক দুইশ’ আইনজীবীর নামে মামলা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. রুহুল আমিন এ মামলা দায়ের করেছেন।
কোতয়ালী থানার ওসি (তদন্ত) মো. মাহবুর হোসেন বলেন, পুরান ঢাকার আদালতপাড়ায় ভাঙচুর ও বিশৃঙ্খলা করার অভিযোগে নাম উল্লেখ না করে দুইশ’ আইনজীবীকে আসামি করা হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনসহ বিরোধীদলের কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা মঙ্গলবার আদালত বর্জন করে বিক্ষোভ করে।
মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ শাহাবুদ্দিন সাংবাদিকদের জানান, বিএনপিপন্থী আইনজীবীরা মিছিলের এক পর্যায়ে আদালতের দরজায় আঘাত করেন এবং জানালার কাচ ভাঙচুর করেন। এছাড়া মিছিল করার সময় সরকারের মন্ত্রী ও আদালতের বিচারকদের নিয়েও কটূক্তি করেন ওইসব আইনজীবী।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গত ২৯ এপ্রিল সারা দেশে হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেয়া হয়। ওই ঘটনায় তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ, যাতে খোকনকেও আসামি করা হয়।
এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ নেতাকে কারাবন্দী করা হলেও হাই কোর্ট থেকে আগাম জামিনে ছিলেন খোকন।
পরে খোকনের জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার ঢাকার মহানগর দ্রুত বিচার হাকিম এরফান উল্লাহর আদালতে মেয়াদ বাড়ানোর আবেদন করেন। বিচারক ওই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।