অর্থনীতিবিদ ও নাগরিক আন্দোলনের সংগঠক অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই।
তার ঘনিষ্ঠজন অধ্যাপক বদিউল আলম মজুমদার জানিয়েছেন, মঙ্গলবার রাতে ধানমণ্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে অধ্যাপক মোজাফফরকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তিনি আর নেই।
অধ্যাপক মোজাফফরকে হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে সিসিইউতে নেওয়া হয়। সেখানে থাকা চিকিৎসক মো. ইমরান বার্তা৭১ডটকমকে বলেন, রাত ১১টা ২২ মিনিটে অধ্যাপক মোজাফফরকে মৃত ঘোষণা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটাস অধ্যাপক মোজাফফর নাগরিক সংগঠন সুজন (সুশাসনের জন্য নাগরিক) সভাপতি ছিলেন।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বার্তা৭১ডটকমকে বলেন, অধ্যাপক মোজাফফর বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
মরদেহ রাতে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে বলে জানান তিনি।
অধ্যাপক মোজাফফর দীর্ঘদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের প্রধান ছিলেন অধ্যাপক মোজাফফর।
সত্তরোর্ধ্ব অধ্যাপক মোজাফফর ২০০৮ সালে একুশে পদক পান।