বার্তা ৭১ ডটকমঃ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ডিএসইর সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩৯ পয়েন্ট বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৩৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৯০৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ২৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭৬ পয়েন্ট কমে যথাক্রমে ১৩২৩ ও ২২৩৬ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার ডিএসইতে দুই হাজার ৭০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৮ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল দুই হাজার ১০৮ কোটি ৪৯ লাখ টাকার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২১৯ পয়েন্টে। বৃহস্পতিবার সিএসইতে হাত বদল হওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার দর।
আরও পড়ুন : ১৪ কোটি ভ্যাকসিন রাখার সক্ষমতা …
এদিন সিএসইতে ৮৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫৮ কোটি টাকা কম।