ঢাকা, ২৩ মে: ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন জেলা বিএনপির ৩০ জন নেতা-কর্মী। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি ও কৃষকের ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদে বিএনপি বুধবার সারাদেশে জেলা প্রশাসক ও থানা নির্বাহী কমকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করে।
পুলিশ জানায়, জেলা প্রশাসকের কার্যালয় ও নিম্ন আদালত পাশাপাশি অবস্থিত। আর নিম্ন আদালতে বুধবার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় ৩৩ নেতার জামিনের শুনানি রয়েছে। তাই আদালত প্রাঙ্গণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।