সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বুধবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে মাত্র ১২২ রানেই থেমে যেতে বাধ্য হলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। খেলেতে পেরেছে কেবল ৩২.২ ওভার।
সাকিব আল হাসান, অভিষিক্ত পেসার হাসান মাহমুদ, অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান কিংবা স্পিনার মেহেদি হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনেই বালির বাঁধের মতো উড়ে গেছে ক্যারিবীয়দের সব প্রতিরোধ।
অভিষিক্ত হাসান মাহমুদ মাত্র ২৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। তার চেয়েও এগিয়ে সাকিব আল হাসান। শুরু থেকেই আক্রমণাত্মক বোলিং করে ৭.২ ওভারে মাত্র ৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এছাড়া মোস্তাফিজুর রহমান নিয়েছেন ২ ও মেহেদি মিরাজের শিকার ১ উইকেট।
ঘরের মাঠে ১২৩ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ১৩.২ ওভারে উদ্বোধনী জুটিতে ৪৭ রান করে বাংলাদেশ। এরপর ১০ রানের ব্যবধানে হারায় ২ উইকেট। ৩৮ বলে ১৪ রান করে আউট হন ওপেনার লিটন কুমার দাস। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৯ বলে ১ রানে আউট হন নাজমুল হোসেন শান্ত।
ইনিংসের শুরু থেকে সাবধানী ব্যাটিং করে যাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ফেরেন দলীয় ৮৩ রানে। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিং হন দেশসেরা এ ওপেনার। সাজঘরে ফেরার আগে ৬৮ বলে সাত চারের সাহায্যে ৪৪ রান করেন তিনি। তামিমের পর ১৯ রান করে সাজঘরে ফিরেন সাকিব। এরপর মুশফিকুর রহীমের ৩১ বলে ১৯ এবং মাহমুদুল্লাহর ১৬ বলে ৯ রানের ওপর ভর করে জয়ের বন্ধরে পৌছে যায় টাইগাররা।