বার্তা৭১ ডটকমঃ করোনাভাইরাসের কারণে গার্মেন্টস শিল্পগুলোকে টিকিয়ে রাখার লক্ষে সরকার ২২টি প্রণোদনা প্যাকেজ দিয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
শিল্প প্রতিমন্ত্রী এসময় আরো বলেন,করোনার কালে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতির মন্দা থাকলেও বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা রয়েছে জানিয়ে তিনি আরো বলেন শিল্প মন্ত্রণালয় দেশের মানুষের জন্য নতুন নতুন কর্মসৃষ্টি করে যাচ্ছে প্রতিনিয়ত।
মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।