বার্তা৭১ ডটকমঃ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে ফোন করেছেন। ২০ জানুয়ারি জো বাইডেন দায়িত্ব নেয়ার পর তার প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বাংলাদেশের সঙ্গে এটিই প্রথম যোগাযোগ।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে এ ফোনালাপ হয়েছে। এসময় জলবায়ু ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার বিষয়ে তারা আলাপ করেছেন বলে জানা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী আগেই বলেছেন, জলবায়ুর মতো বিষয় বাইডেন প্রশাসনেরর অগ্রাধিকার তালিকায় থাকায় বাংলাদেশ এ থেকে লাভবান হবে। তাছাড়া জলবায়ু ইস্যুতে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।