আজ বেশ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন আরও একটি বেসরকারি চ্যানেল ‘চ্যানেল টুয়েন্টি ফোর’। আজ সন্ধ্যায় চ্যানেলটির তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চ্যানেলটি। উদ্বোধনী এই অনুষ্ঠানে থাকছে নানা চমকের আয়োজন। সব
ধরনের অনুষ্ঠান প্রচারের লক্ষ্য নিয়েই মূলত চ্যানেলটি যাত্রা শুরু করতে যাচ্ছে আজ। চ্যানেল টুয়েন্টি ফোরের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরি (এমপি)। জমকালো এই অনুষ্ঠান উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতি বিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ (এমপি)। এছাড়াও উপস্থিত থাকবেন রাজনৈতিক, মিডিয়া এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানকে জমকালো ও অর্থবহুল করার জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চ্যানেলটি।