বার্তা৭১ ডটকমঃ অনেক ক্ষেত্রে দেখা যায় এক ব্যক্তি একাধিক প্রকল্পের পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি একজন কর্মকর্তার সর্বোচ্চ ১৪টি প্রকল্প পরিচালকের দায়িত্ব পালনের খবর বেরিয়েছে। এবার এমন ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একই ব্যক্তি একাধিক প্রকল্প নিয়ে বসে থাকেন এবং ঢাকায় বসে থাকেন। এটা গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে, এটা তিনি সহ্য করবেন না। যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
মহাপরিকল্পনা করে সেতু তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, সারাদেশে পথে-ঘাটে সেতু বানানো হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের যেন মাস্টার প্ল্যান থাকে। কোন নদীতে কোথায় সেতু হবে, সেসব নিয়েই মাস্টার প্ল্যান তৈরি এবং সে অনুযায়ী কাজ করতে বলেছেন। অন দ্য স্পট যেন ডিসিশন না নেয়া হয়, সেদিকে সবার নজরে রাখতে হবে।
তিনি বলেন, সাইট সিলেকশনে সাবধানতা অবলম্বন করতে হবে, পক্ষপাতিত্বমূলক বা কাউকে সুবিধা দেয়া যাবে না, জনগণের প্রয়োজনে নির্মাণ করতে হবে এবং একাধিক, অহেতুক সেতু বানিয়ে নদীরপ্রবাহ যেন বাধাগ্রস্ত না করা হয়- এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী খুবই উদ্বিগ্ন।
সেতু নির্মাণে স্থানীয় সরকার, সড়ক ও জনপথ বা সংশ্লিষ্ট অন্যান্যদের এ বিষয়গুলো নজরে রাখার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, সেতু নির্মাণ করে নৌপথে যেন চলাচলে বাধাগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান।