বার্তা৭১ ডটকমঃ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকার জরুরি ক্ষেত্রে ব্যবহারের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ডব্লিউএইচও এ অনুমোদন দেয়।
ডব্লিউএইচওর এই অনুমোদনের ফলে কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার বৈশ্বিক বণ্টনের পথ প্রশস্ত হলো। অ্যাস্ট্রাজেনকার তৈরি করোনাভাইরাসের টিকা তার প্রতিদ্বন্দ্বী অন্যান্য টিকার চেয়ে রক্ষণাবেক্ষণ ও পরিবহন সহজ।
এর আগে গত ৩১ ডিসেম্বরফাইজার-বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ডব্লিউএইচও।
ব্লিউএইচও-এর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, টিকার সরবরাহ ত্বরান্বিত করতে আমাদের হাতে এখন সব উপায় আছে। কিন্তু এখনও আমাদের টিকার উৎপাদন বাড়াতে হবে।
তিনি আরো বলেন, আমরা টিকা উৎপাদনকারীদের কাছ থেকে মূল্যায়নের জন্য তাদের টিকা বিষয়ক তথ্য ডব্লিউএইচও-এর কাছে দাখিল করার আহ্বান অব্যাহত রাখবো। ধীরে ধীরে আরও টিকার অনুমোদন দেয়া হবে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রথম অনুমোদন দেয় যুক্তরাজ্য। পরে ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশ এই টিকার অনুমোদন দেয় এবং ব্যবহারও এর মধ্যে শুরু হয়েছে।