বিনোদন ডেস্কঃ মাত্র ৮ বছর বয়স থেকে মডেলিং এ হাতেখড়ি। তাঁর মা ছিলেন বিখ্যাত একজন মডেল। এজন্যে মায়ের হাত ধরেই প্রথমে মডেলিং এ আসা। কিন্তু সেই যে বিশ্বের সেরা আবেদনময়ীর খেতাব অর্জন করবেন ভাবেনি সে নিজেও। ইসরায়েলের সুপারসেন্সেশন মডেল বার রাফায়েলির কথা বলছি। বিশ্বের সেরা আবেদনময়ী নারী হিসেবে সে এখন শীর্ষে।
পুরুষদের বিখ্যাত ম্যাগাজিন ম্যাঙ্মি-এর এক জরিপের ফলাফলে শীর্ষে উঠে আসে হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর সাবেক এই প্রেমিকার নাম। কেটি পেরি ও অ্যাঞ্জেলিনা জোলির মতো সেলিব্রেটিকে পেছনে ফেলে প্রকাশিত ১০০ জনের তালিকায় সেরা আবেদনময়ীর মুকুটটি ছিনিয়ে নেন ২৬ বছর বয়সী এ মডেল। উল্লেখ্য,গত বছর তার অবস্থান ছিল উনিশতম।