বার্তা৭১ ডটকমঃ বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিভিন্ন সরকারের আমলে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। কিন্তু শেখ হাসিনার হাতে জনগণ দেশের দায়িত্ব দেয়ার পর দৃশ্য পাল্টে গেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
আনিসুল হক বলেন, বিশ্বের ১৩০টি দেশ এখনো করোনার ভ্যাকসিন পায়নি। অনেক দেশের সরকার বলছে ভ্যাকসিনের জন্য প্রয়োজনে আদালতে যাবেন। অথচ ভ্যাকসিন পাওয়ায় এগিয়ে থাকা পাঁচটি দেশের একটি বাংলাদেশ। শেখ হাসিনার নিজস্ব চেষ্টা ও তত্বাবধানে আমরা করোনার ভ্যাকসিন পাই। এর সম্পূর্ণ কৃতিত্ব আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ-উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনমন্ত্রী আরো বলেন, একটা সময় ছিল যখন শহীদ দিবস পালনেও বাধা সহ্য করতে হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জয়ী হওয়ার পর আমরা সেটা পারি। আমরা এমন একটা বাংলাদেশে পৌঁছেছি যখন শেখ হাসিনার প্রচেষ্টায়, অক্লান্ত পরিশ্রম আর একান্ত নিষ্ঠায় সারাবিশ্বে দিনটিকে মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেতে সক্ষম হয়েছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এম.জি হাক্কানি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন।