বার্তা৭১ ডটকমঃ দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৬ লাখ ৭৩ হাজার ৩৮ জন মানুষ। এদের মধ্যে ১৭ লাখ ৪৬ হাজার ১৩২ জন পুরুষ এবং ৯ হাজার ২৬ হাজার ৯০৬ জন নারী রয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত করোনার টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৩৮ লাখ ৮৯ হাজার ৩৪৫ জন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ লাখ ৮১ হাজার ৯৮৫ জন করোনা টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৯৯ জন এবং নারী ৬৯ হাজার ৮৮৬ জন। এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৭ লাখ ৮১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৩ লাখ ৬৩ হাজার ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ১৯ হাজার ৩৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৯৭ হাজার ২২৭ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৯৯ হাজার ৭৬২ জন, রংপুর বিভাগে ২ লাখ ৪৬ হাজার ৭৬২ জন, খুলনা বিভাগে ৩ লাখ ২২ হাজার ২৯১ জন, বরিশাল বিভাগে ১ লাখ ২৯ হাজার ৫ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৭৬ হাজার ৮৪৮ জন করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।