‘দাবাং’-এ একদমই সাধারণ একজন তরুণীর ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ার শুরু করেছিলেন শত্রুঘ্ন সিনহা কন্যা সোনাক্ষী। কিন্তু এবার নতুন একটি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে নিজের এই সাধারণ ভারতীয় নারী চরিত্রের ইমেজ ভাঙতে যাচ্ছেন তিনি। এ ছবিতে বিকিনি পরেও ক্যামেরাবন্দি হতে যাচ্ছেন সোনাক্ষী। সম্প্রতি যশরাজ ফিল্মসের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন ।
ছবিতে একজন আধুনিক তরুণীর ভূমিকায় দেখা যাবে তাকে,যে কিনা সমাজের বিভিন্ন সমস্যার মুখোমুখি হন জীবনের পথে চলতে গিয়ে। তবে নিজেকে সফলভাবে তুলে ধরতে সোনাক্ষীও থাকেন বদ্ধপরিকর। নিজের লক্ষ্য নিয়েই এগিয়ে চলেন তিনি।
এ ছবিতে প্রথমবারের মতো ব্যাপক খোলামেলা হয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন সোনাক্ষী। বেশ কয়েকটি দৃশ্য বিচে বিকিনি পরেও ক্যামেরাবন্দি হবেন তিনি। নিজের পুরনো ইমেজ ভেঙে নতুন ইমেজ গড়া প্রসঙ্গে সোনাক্ষী টুইটারে লিখেছেন,আসলে আমি চাচ্ছিলাম এমন একটি চরিত্রে অভিনয় করতে। পর পর তিনটি ছবিতে একই ধরনের পোশাক পরে অভিনয় করে আমি ক্লান্ত। এই ছবিতে আমি নতুন ইমেজে দর্শকদের সামনে আসবো। তাই খুব ভাল লাগছে। আর যশরাজ ফিল্ম ের ছবি মানেই অনেক রোমাঞ্চকর কোন কিছু। ছবিটির শুটিং আগামী মাস থেকেই শুরু হবে। ছবিতে দর্শকরা নতুন ইমেজের হট সোনাক্ষীকে দেখতে পাবেন।