বার্তা৭১ ডটকমঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপির পিওএম-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, অপারেশনস বিভাগ; পিওএম-পশ্চিম বিভাগে সংযুক্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুন নূরকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম বিভাগ; ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা-উত্তরা বিভাগ ও লজিস্টিকস্ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ইকুইপমেন্ট) নাজিয়া ইসলামকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা রমনা বিভাগে পদায়ন করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।