জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, প্রথম তত্ত্বাবধায়ক সরকার আমার প্রতি অন্যায় আচরণ করেছে। বাংলাদেশে নিরপেক্ষ সরকার কখনও প্রতিষ্ঠিত হয়নি। হবে বলেও মনে হয় না। এরশাদ বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করি না। তত্ত্বাবধায়ক কখনও মানিনি। মানবোও না। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তী সরকার হতে পারে। অনির্বাচিত কেউ ক্ষমতা নেয়ার চেষ্টা করলে জীবন দিয়ে হলেও তা প্রতিহত করবো। গতকাল দুপুরে রাজধানীর গুলশানের ইমানুলস কনভেনশন সেন্টারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, আগামীতে দলীয়করণ মুক্ত প্রশাসন, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ চাইলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে। একমাত্র জাতীয় পার্টিই পারবে দেশে শান্তি আনতে। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কথা উল্লেখ করে এরশাদ বলেন, প্রতিদিনই শুনি- হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ছে। তাহলে এ অবস্থা কেন? তিনি বলেন, বিদ্যুৎ গোলযোগে আজ আমি লিফটে আটকা পড়েছিলাম। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বিদ্যুতের ভোগান্তি বন্ধ করা হবে উল্লেখ করে তিনি বলেন, আমি ৭০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা নিয়ে দায়িত্ব নিয়েছিলাম। ক্ষমতা ছাড়ার আগে ২৯০০ মেগাওয়াটে উন্নীত করেছি। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সম্পর্কে এরশাদ বলেন, এই লোকটির দুর্নীতির মামলা মাফ করে দিয়েছিলাম। তিনি এখন বড় বড় কথা বলেন। এই লোক নিজের মান-সম্মান বোঝেন না। লোকটি এত নিচে কেন নেমে গেছেন আমি বুঝতে পারি না। আমার সময়ে ছিলেন ভাইস প্রসিডেন্ট। পরে তিনি হয়েছেন আইনমন্ত্রী। ঢাকা মহানগর (উত্তর) জাতীয় পার্টির সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এমএ হান্নান, আব্দুস সাত্তার, প্রসিডিয়াম সদস্য এবিএম তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম মহাসচিব রেজাউল করিম ভূঁইয়া, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি ও জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৫ শতাধিক নেতাকর্মী এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
এরাশাদ জাতির শ্রেষ্ঠ সিটার…..