চীনে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবন্ত কবর দেয়াকে কেন্দ্র করে তোলপাড় শুরুর পর পুলিশ এক দম্পতিকে আটক করেছে। গতকাল চায়না ডেইলি জানিয়েছে, তাদের গাড়িতে ধাক্কা লাগার পর বৃদ্ধা মারা গেছেন ভেবেই তাকে তারা কবর দিয়েছিলেন। তিনি জীবিত আছেন সেটা তারা জানতেন না। গত মাসে সারারাত ডিস্কোতে কাটিয়ে ভোরের দিকে বাড়ি ফেরার পথে তাদের গাড়ি ওই বৃদ্ধাকে ধাক্কা মেরেছিল। একজন প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছিল, হঠাৎ কারও কান্নার শব্দ শুনে তিনি দেখতে পান গাড়ির পাশে একজন বৃদ্ধা পড়ে আছেন। এরপর একজন নারী ও একজন পুরুষ গাড়ি থেকে নেমে তাকে গাড়িতে তুলে নেন। তারা তখন বলেছিল, ওই বৃদ্ধাকে তারা হাসপাতালে নিয়ে যাচ্ছেন। কিন্তু মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বৃদ্ধাকে চাপা দেয়ার অপরাধে গ্রেপ্তার হওয়ার দুশ্চিন্তা এবং তারা ভেবেছিলেন বৃদ্ধা মরে গেছে। তাই তারা রাস্তার পাশেই বৃদ্ধাকে কবর দেন। পরে পুলিশ ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ তদন্তে পরে জানতে পারে, কবর দেয়ার সময় ওই বৃদ্ধা জীবিত ছিলেন। কবর দেয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন। বিষয়টি নিয়ে চীনের বহুল জনপ্রিয় ওয়েইবুতে ব্যাপক আলোচনা হয়। এসব আলোচনায় চীনের আধুনিক সমাজের অমরত্ব বলে অভিহিত করা হয়েছে।
very sad