বার্তা৭১ ডটকমঃ আইনজীবী নির্যাতনকারীদের আজই বরখাস্ত করুন : মতিন খসরুর হুঁশিয়ারি । সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।
আইনজীবী ইব্রাহিম খলিলকে নির্যাতনের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আজকের মধ্যে চাকরি থেকে বরখাস্তের আলটিমেটাম দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।
রোববার (১৪ মার্চ) সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে ইব্রাহিম খলিলকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আবদুল মতিন খসরু বলেন, `বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্টের বাউন্ডারিতে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, আর যেই হোক, কেউ যদি অপরাধ করে থাকে আমাদের আইনজীবী সমিতি আছে, তাদের জানাতে পারত।
প্রধান বিচারপতিকে জানাতে পারত। সে তো চোর ডাকাত না, সে তো ভেগে যাচ্ছে না, বাড়ি থেকেও তাকে গ্রেফতার করা যেত। তাকে কোর্ট আঙিনা থেকে গ্রেফতার করা সমীচীন নয়, এটা বেআইনি, এটা ধৃষ্টতা, এটা ক্ষমার অযোগ্য অপরাধ।’
স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানকে উদ্দেশ করে আবদুল মতিন খসরু বলেন, ‘আমি বলে দিতে চাই, জড়িতদের শনাক্ত করেন, বরখাস্ত করে বিচারের ব্যবস্থা করেন। তাদের বাহিনীতে থাকার কোনো অধিকার নেই। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই আইন অনুযায়ী কাজ করবে।
উল্টো তারা যদি বেআইনি কাজ করে তাহলে অন্যরা কী করবে? আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ভালো করে চিনি। আমি তার সঙ্গে কথা বলব। কয়েকজন সদস্যের জন্য পুরো বাহিনীর ভাবমূর্তি নষ্ট হতে পারে না।
আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাদের টাকায় বেতনভাতা খেয়ে আবার আমাদের পেটাবেন, তা হতে পারে না।’ আজকের মধ্যে জড়িতদের বরখাস্তের সময় বেঁধে দিয়ে আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানকে বলে দিতে চাই আজকেই তাদের বরখাস্ত করেন। আইনজীবীরা ফুঁসে উঠলে কেউ রক্ষা পাবে না। এ ব্যাপারে সারাদেশের আইনজীবীরা ঐক্যবদ্ধ।’
মানববন্ধনে আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সমিতির সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, সফিক উল্লাহ, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন পরিচালনা করেন অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।
উল্লেখ্য, গত ১০ মার্চ আইনজীবী মো. ইব্রাহিম খলিলকে আইনশৃঙ্খলা বাহিনী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে যায়। অজ্ঞাতস্থানে আটকে রেখে তাকে অমানবিক নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।