বার্তা৭১ ডটকমঃ সুনামগঞ্জের শাল্লায় হামালার সাথে শহিদুল ইসলাম স্বাধীন নামের জনৈক ব্যক্তিকে ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসাবে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রচার করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনিটির জেলা ইউনিট।
শনিবার যুবলীগ সুনামগঞ্জ জেলা কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায়।
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে গত ১৭ মার্চ উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর দ্বারা ন্যাক্কারজনক হামলার সাথে শহিদুল ইসলাম স্বাধীন নামের জনৈক ব্যক্তিকে ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসাবে কিছু প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার করায় তীব্র প্রতিবাদ জানায় সংগঠনিটির জেলা ইউনিট।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃতপক্ষে ঐ ব্যক্তি যুবলীগের কোনো সাংগঠনিক ইউনিটের সাথে জড়িত ছিল না। এই ধরণের সংবাদ পরিবেশনের জন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
উল্লেখ্য, যে ২০০৭ সাল থেকে দিরাই ও শাল্লা উপজেলায় যুবলীগের কোনো কমিটি নেই। যুবলীগ একটি আদর্শিক, মানবিক ও সুশৃঙ্খল সংগঠন। এভাবে সংবাদ পরিবেশন না করার জন্য সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি। সেই সাথে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে যুবলীগ সুমানগঞ্জ জেলা কমিটি।