বার্তা৭১ ডটকমঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়িতে বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩ জন ।
বুধবার (২৪ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামের আবুল কাসেম প্রধানের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাড়ির মালিক বোরহান উদ্দিন (৩৬) ও একই গ্রামের মৃত কবির মিয়ার ছেলে অহেদুল মিয়া (৪০)। অপরজনের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান ৩ জন নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, এখানে সিআইডির টিম ও বিস্ফোরক বিষেশজ্ঞ দল না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
এলাকাবাসী জানান, ঘটনার কয়েক মিনিট আগে ৩ থেকে ৪ জন অপরিচিত ব্যক্তি আবুল কাসেম প্রধানের বাড়িতে আসে। এর কিছুক্ষণ পর বাড়ির মধ্যে শোরগোল ও গুলির শব্দ শোনা যায়। পরে বিকট শব্দে বোমা বিস্ফোরণে আবুল কাসেমের একটি ঘরের টিনের চাল উড়ে যায়। এসময় আহত অবস্থায় পালানোর সময় এলাকাবাসী অপরিচিত একজনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে বাড়িটি ঘেরাও করে রেখেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান ৩ জন নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, এখানে সিআইডির টিম ও বিস্ফোরক বিষেশঞ্জ দল না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঢাকা থেকে রওনা হয়েছেন। তারা আসলেই বিষয়টি জানা যাবে। তিনি বলেন এ ঘটনায় একজন গ্রেপ্তার ও ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কেন এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।