ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে। হাতের মুঠোয় প্রাণ নেওয়া থেকে শুরু করে দুরন্ত ষাড়ের চোখে লাল কাপড় বাঁধা তার কাছে মামুলি। বিশ্ব সংসার তন্ন তন্ন করে প্রিয়ার হাতে ১০৮টি নীলপদ্ম তুলে দিতেও দ্বিধা নেই। সেখানে সিগারেট ছাড়া, এটা প্রেমিকের কাছে আরও নস্যি। হোক না সে প্রেমিকা সাবেক কিংবা অতীতে মধুর কিছু স্মৃতিরসম্ভার। প্রেমিকা মরে তো যায়নি!