বার্তা৭১ ডটকমঃ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
শনিবার (১৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন দলের শীর্ষ নেতারা।
এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আজকের এই দিনে বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। আজ মুজিবনগর সরকারের ৫০বছর পূর্তি। যদিও করোনার কারণে কঠিন এক চ্যালেঞ্জের মুখে আজকে এই দিনটি উৎসবমূখর পরিবেশে পালন করতে পারছি না।’
করোনা সংকট মোকাবিলার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তিকে দমনই আওয়ামী লীগের চ্যালেঞ্জ বলে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আজকে আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ, একটি প্রাণঘাতী করোনাকে প্রতিহত করা, পরাজিত করা। আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করা। এই দুটি চ্যালেঞ্জককে মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে।
শ্রদ্ধা নিবেদনের নিবেদনের সময় আওয়ামী লীহের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, অ্যাডভোটেক আফজাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
পরে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
এ বছর বৈশ্বিক মহামারি করোনার কারণে ঐতিহাসিক এই দিনটিতে জনসমাগম এড়িয়ে যথাযোগ্য মর্যাদায় সীমিত পরিসরে সাংগঠনিক কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।