বার্তা৭১ ডটকমঃ করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় চলমান ‘সর্বাত্মক লকডাউন’ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, কারিগরি কমিটি রবিবার বৈঠক করে লকডাউন আরো ১ সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে চলমান লকডাউন ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আজই এ সিদ্ধান্তের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরো এক সপ্তাহ ‘সর্বাত্মক লকডাউন’ বাড়ানোর চিন্তাভাবনা করছে। তবে জীবন-জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন কিছুটা শিথিল করতে পারে।
চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে। যা মার্চের শুরুতে তীব্র আকার ধারণ করে। সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে প্রথম দফায় সাত দিনের জন্য ‘কঠোর বিধিনিষেধ’ শুরু করে সরকার। ১১ এপ্রিল এই বিধিনিষেধ শেষ হওয়ার কথা থাকলেও তা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর ১৪ এপ্রিল থেকে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করে সরকার, যা চলবে ২১ এপ্রিল পর্যন্ত। সর্বশেষ ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত চলমান ‘সর্বাত্মক লকডাউন’ বাড়ানোর সিদ্ধন্ত হলো।