মা! আমি দুঃখিত, আমার এ অপারগতা ক্ষমাকর
আমি বড়ই লজ্জিত, ব্যাথিত, মর্মাহত ও ব্যার্থ
আমার এ অক্ষমতার জন্য আমায় ক্ষমাকর
নিত্য তুমি ভাঙ্গা চশমার ফ্রেমে হাত দিয়ে কি ভাব
কোন একদিন রঙ্গিন ফ্রেমের চশমা পরে
ঐ দূর আকাশের গাংচিলের উড়ে যাওয়া দেখবে?
মলিন ঝিরন শীন ছেড়া কাপড়ের আছল দিয়ে
দু’চখের জল মুছতে মুছতে তুমি কি ভাব?
কোন একদিন বাহারী শাড়ীর আচল, উড়াবে
এলোমেলো বাতাশে মনের আনন্দে ।
সুতকি সিদল আর সুকনা মরিচ দিয়ে পান্তা
খেতে খেতে তুমি কি ভাব
কোন একদিন তুমি দামী খাবার খেয়ে
তৃপ্তির ঢেকুর তোলবে?
যেদিন তোমার খোকা বড় হবে সেদিন
আজ আমি বড় হয়েছি অনেক বড় হয়েছি
যে সব স্বপ্ন তুমি আমায় নিয়ে দেখতে
আজ সে স্বপ্ন আমি আমার সন্তানকে নিয়ে দেখি
আমার সন্তানও কি আমার মত করে
তার মায়ের কাছে এমন চিঠি লিখবে?
এই অভিশপ্ত দেশের আমি এক অসহায় সন্তান
এ স্বপ্ন হয়ত কখনোই পূর্ণ করতে পারব না ।
মা! আমার এ অপারগতা ক্ষমাকর
আমি বড়ই লজ্জিত, বড়ই ব্যাথিত
এই অক্ষমতার জন্য, মা! আমায় ক্ষমাকর