বার্তা৭১ ডটকমঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পরীক্ষা পেছানোর এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষা হবে ৬ আগস্ট। এছাড়া ‘খ’ ইউনিটে ৭ আগস্ট, ‘গ’ ইউনিটে ১৩ আগস্ট এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে। আর ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ৩১ জুলাই।