ঢাকা, ২৭ মে: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের জামিন পাওয়া পাঁচজন সংসদ সদস্যকে মুক্তি পেতে মঙ্গলবার বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার তাদের ছয় সপ্তাহের জামিন দেয় হাই কোর্ট।
এদিকে একই মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আসম হান্নান শাহ, মির্জা আববাসসহ নেতাদের কেনো জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট। রুলের জবাব দিতে সরকারকে সময় দেয়া হয়েছে এক সপ্তাহ। এক সপ্তাহের মধ্যে সরকার কী জবাব দেয় তা দেখেই হাই কোর্ট পরবর্তী নির্দেশ দেবে। এতে করে এখনই কিছু বলা যাচ্ছে না যে ওই নেতারা কবে নাগাদ মুক্তি পেতে পারেন।
উল্লেখ্য, বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত ২৯-৩০ এপ্রিল সকাল সন্ধ্যা হরতাল চলাকালে তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ের নিকটে একটি বাস পোড়ানোর মামলায় ১৮ দলীয় জোটের ৪৪ জন নেতার নামে মামলা করে পুলিশ। ওই মামলায় গত ১৬ মে বিচারিক আদালতে আত্মসমর্পন করলে সবার জামিন আবেদন না মঞ্জুর করে জেলে পাঠায় আদালত।