<a href="https://www.barta71.com/wp-content/uploads/2021/05/eid.jpg"><img src="https://www.barta71.com/wp-content/uploads/2021/05/eid-300x156.jpg" alt="" width="300" height="156" class="alignnone size-medium wp-image-15523" /></a> বার্তা৭১ ডটকমঃ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার সারাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা পবিত্র ইদুল ফিতর পালন করবে। বুধবার (১২ মে) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।