বার্তা৭১ ডটকমঃ পৃথক বজ্রপাতের ঘটনায় সারাদেশে একদিনে পাঁচজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ মে) বিকালে ও সন্ধ্যায় দেশের তিন জেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। এরমধ্যে শুধু রাজশাহীতেই বজ্রপাতে তিন যুবকের প্রাণহানি ঘটে।
নিহতরা হলেন, রাজশাহীর দূর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের এছার আলীর ছেলে বাবু ইসলাম (২৩), একই গ্রামের মৃত সাইদুল চৌকিদারের ছেলে রনি ইসলাম (২৪), রাজশাহীর বাঘা উপজেলার বাউসা চকর পাড়া গ্রামের আজাহার আলীর ছেলে জহুরুল ইসলাম বাবু (৩০), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মোদাচ্ছের আলী তালুকদারের ছেলে মো. আল-আমিন হোসেন তালুকদার (৩০) এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের থানাপাড়ার মহত আলীর ছেলে সমির উদ্দিন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর বাগমারা ও বাঘা উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাগান থেকে আম পাড়ার সময় পৃথক ঘটনায় বাবু ইসলাম, রনি ইসলাম ও জহুরুল ইসলাম বাবু নামে তিন যুবক নিহত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাঁচজন শ্রমিক আম আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এ দিকে, মাঠ থেকে গরু আনতে গিয়ে পৃথক বজ্রপাতের ঘটনায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সমির উদ্দিনের মৃত্যু হয়। বজ্রপাতে গুরুতর আহত হওয়ার পর তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সমির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর দৈনিক অধিকারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শনিবার বিকালে বাড়ির পাশের মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে মো. আল-আমিন হোসেন তালুকদার নামে এক কৃষকের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সঞ্জিব কুমার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই কৃষক মারা যান।