বার্তা৭১ ডটকমঃ অবশেষে মান-অভিমান ভুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন তার ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
শনিবার (২২ মে) বিকেল ৪টার দিকে বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করতে তার বাসায় যান কাদের মির্জা। এ সময় ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
এ সময় কাদের মির্জা গণমাধ্যমকে বলেন, মন্ত্রী মহোদয়ের (ওবায়দুল কাদের) সঙ্গে কোম্পানীগঞ্জের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আমাকে সংকট নিরসনে কিছু নির্দেশনা দিয়েছেন।
এর আগে গতকাল শুক্রবার (২১ মে) সকল বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছিলেন কাদের মির্জা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির সঙ্গে সাক্ষাৎ করে তিনি এমন অঙ্গীকার করেন।
এরপর আবদুল কাদের মির্জা তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, মানুষের মান অভিমানের মধ্যে মানব জীবন রচিত হয়। আপনজনের প্রতি সাময়িক অভিমান হলেও তা কখনো স্থায়ী হতে পারে না। আমার পিতৃসমতুল্য সহোদর বড় ভাই, বাংলাদেশের মেধাবী রাজনীতির প্রতীক, যিনি তৃণমূল থেকে নিজ মেধা ও শ্রমে এশিয়ার অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে পদাস্থিত হয়েছেন, মন্ত্রিপরিষদের অন্যতম সফল মন্ত্রী হয়েছেন।