বার্তা ৭১ ডট কমঃ বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন করায় সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকসেদুল মোমিনের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরে তার স্ত্রী নারী কেলেংকারীর অভিযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় মোমিনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রাতেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মোকসেদুল মোমিন গোয়াইনঘাটে অবস্থান করলেও তার স্ত্রী ঢাকায় বসবাস করেন। প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে মোমিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।