হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ এমকে আনোয়ার এবং মাহবুবউদ্দিন খোকন সোমবার জামিনে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
আর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিজেপির চেয়ারম্যান সাংসদ আন্দালিব রহমান পার্থ ও এলডিপির সভাপতি সাংসদ অলি আহমেদ। তবে মুক্তি পান নি অন্য মামলা থাকায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এর আগে গতকাল রোববার হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনসহ ১৮ দলীয় জোটের ৫ সংসদ সদস্যকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফআরএম নাজমুল আহসানের বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য ২৮ জনকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে আদালত। এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ১ জুন মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়।