সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতন এবং সন্ত্রাসী হামলার জন্য সরকারকে দ্র্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, “সাংবাদিকদের ওপর যা ঘটছে, তা মাঝেমধ্যেই পত্র-পত্রিকায় দেখি। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য সরকারকে এ বিষয়ে আরো যতœবান হতে হবে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
এর আগে অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম সাংবাদিকের ওপর হামলার ওপর ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন।
সংসদ সদস্য সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার বিষয়টি তুলে ধরে বলেন, “সংবাদপত্র আমাদের স্বাধীনতার প্রধান অর্জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সন্ত্রাসীরা হামলা করে ডজনখানেক সাংবাদিকদের আহত করে এবং বেশ কয়েকজন এখন হাসপাতালে আছেন।”
প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিকদের ওপর পুলিশি হামলার বিষয়টি তুলে ধরে ফজলুল আজিম বলেন, “পুলিশ সাহেবরা এই হামলা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে চট্টগ্রামে বদলি করেছেন।”
সাংবাদিকদের ওপর হামলায় উষ্মা প্রকাশ করে আজিম বলেন, “প্রত্যেকটা ঘটনার পর আমরা দেখি স্বরাষ্ট্রমন্ত্রী ছুটে যান। ২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টার মধ্যে সকলকে ধরা হবে বলে আশ্বস্তও করেন। এরপর, কিছু হয় না। এতে সন্ত্রাসীরা প্রশ্রয় পাচ্ছে।”
“আমরা মনে হয়, একটি স্বার্থান্বেষী মহল এটা করছে। ব্যবস্থা না নিলে এটা ঘটতেই থাকবে,” বলেন তিনি।