বার্তা৭১ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ-শ্যামল বাংলাকে আরও সবুজ করতে আওয়ামী লীগের প্রতিটি সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৫ জুন) বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সবুজ ও শ্যামল বাংলাদেশ আরও শ্যামল হোক, আরও সুন্দর হোক। আমি আমাদের প্রত্যেকটা সহযোগী সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, আমাদের কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠন এবং মুজিব আদর্শে যারা বিশ্বাস করেন তারা প্রত্যেকে অন্তত তিনটি করে গাছ লাগান। সবাই একটা করে ফলজ, বনজ এবং ভেষজ গাছ লাগান।’
এ সময় কৃষকলীগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘প্রতি বছর পয়লা আষাঢ় বাংলাদেশ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠন বৃক্ষরোপণ করে। বাংলাদেশ কৃষকলীগ সবসময় এটার উদ্যোগ নেয়।’ এ বছরও ব্যাপকভাবে বৃক্ষরোপণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।
পরে প্রধানমন্ত্রী গণভবন চত্বরে এই তিন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় গণভবনে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি উপস্থিত ছিলেন।