ঢাকা : দৈনিক প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের গ্রেপ্তার, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিকদের ওপর হামলাকারীদের আগামী ৪ জুনের মধ্যে গ্রেপ্তারের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিকেরা।
বেঁধে দেওয়া সময়ের মধ্যে এ দাবি মানা না হলে আগামী ৫ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবেন সাংবাদিকেরা। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। একই দিন সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নে স্পিকারের কাছে স্মারকলিপিও দেওয়া হবে।
দৈনিক প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিকের ওপর পুলিশের নির্যাতন, অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলাসহ সব ধরনের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন সাংবাদিকেরা। সমাবেশ থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, ‘হামলাকারীরা যতই শক্তিশালী হোক, তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে।’
সমাবেশে শেষে সাংবাদিকেরা প্রেসক্লাব-সংলগ্ন সড়কে বিক্ষোভ করেন। কর্মসূচি শেষে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি দেবে।
জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও গণমাধ্যম কর্মীরা আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এদিকে প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে স্থানীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।