লোহাগড়া, ২৯ মে: লোহাগড়া ইউপি পরিষদের চেয়ারম্যান বদর খন্দকারকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা সোমবার সন্ধ্যায় চার রাউন্ড গুলি করছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ অস্ত্রসহ দু’জন আটক করেছে। এ ঘটনায় লোহাগড়া থানায় দু’টি মামলা হয়েছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় লোহাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর খন্দকার লোহাগড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কালনা এলাকায় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের নিকট পৌঁছলে চার থেকে পাঁচজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি করে। তবে গুলি তার শরীরে লাগেনি।
মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসীর সহায়তায় মধুমতি নদীর মহিশাপাড়া খেয়াঘাট থেকে নাইন এমএম পিস্তলসহ উপজেলার মহিশাপাড়া গ্রামের কুদ্দুস শেখের ছেলে সাজু (২০) ও মাদারীপুর পৌর এলাকার লঞ্চঘাট সবুজবাগের দেলোয়ার হোসেনের ছেলে একরাম হোসেন পিয়াসকে (২৫) গ্রেফতার করে।
এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসার জন্য লোহাগড়া ইউপির চার নম্বর ওয়ার্ড মেম্বর মিলন শেখকে (৩০) আটক করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন আটকের সত্যতা স্বীকার করেছেন।