ঝালকাঠি, ২৯ মে: র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে র্যাবের করা অস্ত্র মামলায় মঙ্গলবার নির্ধারিত তারিখে অভিযোগ গঠন হয়নি। ঝালকাঠি যুগ্ম জেলা জজ-১ এর বিচারক মনজুরুল ঈমাম আগামী ১৫ জুলাই এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
র্যাবের দেয়া এ মামলায় লিমনের সঙ্গে থাকা পলাতক অপর সাত আসামির বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ৩৩৯ ধারায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসহ অন্যান্য আইনগত বিষয় সম্পন্ন করার জন্য মামলার পরবর্তী তারিখ ধার্য হয়েছে বলে লিমনের আইনজীবী আক্কাস সিকদার জানান।
সকালে মা হেনোয়ারা বেগম ও ভগ্নিপতি হুমায়ুন আহম্মেদকে সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দিতে আসে লিমন হোসেন।
লিমনের আরেক আইনজীবী মানিক লাল আচার্য্য জানান, এ মামলায় সরকার পক্ষের সহকারী কৌশুলী আ.স.ম. মোস্তাফিজুর রহমান মনু আদালতে জেরা চলাকালে বলেন, “লিমন বিভিন্নভাবে এখন কোটিপতি হয়েছে।”
তার এ বক্তব্যে লিমনের আইনজীবীরা তীব্র প্রতিবাদ করেন এবং সরকার পক্ষের এ কৌশুলীর সঙ্গে তাদের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।