বার্তা৭১ ডটকমঃ বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ ও মৃত্যু দিনকে দিন বাড়ছে। এরই মধ্যে বিভিন্ন জেলায় লকডাউন শুরু হয়েছে। এমন অবস্থায় এগিয়ে আসছে ইদ উল আযহা।
তবে করোনার সংক্রমণ প্রতিরোধে ইদে মানুষকে বাড়ি যেতে নিরুৎসাহিত করছে স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার (২০ জুন) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল বুলেটিনে এই কথা জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ঘরমুখো মানুষকে নিরুৎসাহিত করছি। এটা গতবারও বলেছিলাম। যার যার ঘরে থেকে ইদ উদযাপন করতে হবে। এছাড়া পশুর হাটের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। এর সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে স্বাস্থ্যবিধি মানলে সংক্রমণের ঊর্ধ্বগতি আটকানো সম্ভব হবে।