ঢাকা, ২৯ মে: আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিরোধী দলের সংসদ সদস্যরা জাতীয় সংসদের বিশেষ সুবিধার মাধ্যমে আদালত থেকে জামিন নিলেও তারা সংসদে যোগদান করবেন না। এটা তাদের বড় বেহায়াপনা। তিনি দাবি করেন, “বিএনপি-জামায়াত নেতাদের মাথা খারাপ হয়ে গেছে।”
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী শিল্পী গোষ্ঠী আয়োজিত গুম, হত্যা ও ধ্বংসাত্মক রাজনীতির মাধ্যমে বিএনপির জন্ম’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
আইন প্রতিমন্ত্রী বলেন,‘‘৭১ এর ঘাতক জামায়াত ও মুসলিম লীগের ককটেল পার্টি বিএনপি। এরা স্বাধীনতা সার্বভৌম কোনোটাই বিশ্বাস করতে চায় না। এরা ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করে।’’
জামায়াতের গর্ভেই বিএনপির জন্ম উল্লেখ করে অ্যাডভোকেট কামরুল বলেন, ‘‘বিএনপি জামায়াতের গর্ভে জন্মেছে বলেই তাদের সাথে এত সখ্য। জামায়াত সাথে থাকায় বিএনপি হতালের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না। বিএনপির নতুন প্রজন্ম যতই স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হতে শুরু করেছে, মূল দল বা নেতারা ততই স্বাধীনতা চেতনায় ফিরতে পারছেন না।’’
তিনি বলেন,‘‘জিয়াউর রহমানের সহায়তায় স্বাধীনতা বিরোধীরা জাতির জনককে হত্যা করেছিল। জিয়াউর রহমান খুনিদের বিচার না করে তাদের রাষ্ট্রীয় সকল সুবিধা দেন। এর পর মওদুদ গংরাও খুনিদের বিচার করতে দেননি। কিন্তু আমরা ক্ষমতায় এসে প্রথমে জাতির জনকের হত্যার বিচার করায় বিএনপি জামায়াত নেতাদের মাথা খারাপ হয়ে গেছে।’’
আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এমএ করিম, রূপালী ব্যাংকের পরিচালক কাজী মুরশেদ কামাল, বঙ্গবন্ধু স্বাংস্কৃতিক জোটের নেত্রী সৈয়দা রাজিয়া মোস্তফা, আব্দুল হাই কানুসহ প্রমুখ।