ঢাকা, ৩০ মে: প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য মালয়েশিয়া ৫০০ থেকে ৬০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের একটি প্রস্তাব পেশ করেছে।
সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত দাতো এস সামি ভেল্লু বুধবার ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল অব. ফারুক খানের সঙ্গে তার কার্যালয়ে বৈঠককালে এ সংক্রান্ত লিখিত প্রস্তাব হস্তান্তর করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুক খান বলেন, “মালয়েশিয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে ৫০০ থেকে ৬০০ কোটি আমেরিকান ডলার বিনিয়োগ করবে। সফররত মালয়েশিয়ার প্রতিনিধি দল এ ব্যাপারে একটি লিখিত প্রস্তাব জমা দিয়েছে।”
প্রতিনিধিদল মন্ত্রীকে জানান যে, মালয়েশিয়া বাংলাদেশ থেকে আরো ৪০ হাজার শ্রমিক নেবে।
বৈঠককালে মন্ত্রী মালয়েশিয়ার প্রতিনিধিদলকে বলেন, “প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণের বিষয়ে মন্ত্রণালয় প্রাথমিকভাবে উপযোগিতা জরিপের কাজ সম্পন্ন করেছে।”
তিনি বলেন, “এই বিমানবন্দরের জন্য সরকার ইতোমধ্যে সাতটি স্থান চিহ্নিত করেছে।” তিনি আরো বলেন, “তহবিল প্রাপ্তি সাপেক্ষে যত দ্রুত সম্ভব বিমানবন্দর নির্মাণ শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের।”