সফররত যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী অলিস্টার বার্ট বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশিলতা আরো জোরদারে তার দেশ বাংলাদেশের পাশে থাকবে।
বার্ট বুধবার এখানে এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশিলতা আরো শক্তিশালী করতে তার দেশ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবসময়ে সমর্থন দেবে। তিনদিনের সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার তিনি ঢাকা ত্যাগ করবেন।
অলিস্টার বার্ট ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি এবং বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
ব্রিটিশ মন্ত্রী বলেন, তিনি বাংলাদেশের কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি বিভিন্ন স্তরের জনগণের সঙ্গে কথা বলেছেন। এসময়ে জনগণ তাকে বলেছে তারা বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা প্রশমনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনা এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান দেখতে চায়।
বার্ট বলেন, এমন একটি প্লাটফর্ম প্রয়োজন, যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনগণ এক সঙ্গে মিলিত হতে পারে।
ব্রিটিশ মন্ত্রী বার্ট মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিনটনের অনুরূপ পরামর্শ দেন। হিলারী চলতি মাসের প্রথম দিকে ঢাকা সফর করেন। এসময়ে তিনিও যে কোন মূল্যে গণতন্ত্র সমুন্নত রাখার ওপর জোর দেন।