বার্তা৭১ ডটকমঃ দুদক কারো দ্বারা প্রভাবিত নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মু আনোয়ার হোসেন হাওলাদার।
মঙ্গলবার (২৯ জুন) সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, দুদক স্বাধীন কমিশন, নিজের প্রয়োজন অনুযায়ী কাজ করে। কারো দ্বারা প্রভাবিত হয় না। আর কখনো হবেও না।
‘দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের ৮টি ব্যাংক হিসাব জব্দের (ফ্রিজ) নির্দেশ দিয়েছিলেন আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্তের স্বার্থে এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে। ’
অনুসন্ধান কর্মকর্তা যদি মনে করেন তদন্তের স্বার্থে যে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন বলে তিনি উল্লেখ করেন।