রূপালী ব্যাংক লিমিটেডের পুরানো ধ্যান-ধারণার সময় শেষ। নতুন করে সাজানোর সময় এসেছে। এরই অংশ হিসেবে ব্যাংকের ব্যবসাবান্ধব বিভিন্ন সংস্কারমূলক কাজ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। নতুন প্রডাক্ট চালু করা, অনলাইন ব্যাংকিং, এনিহয়ার ব্রাঞ্চ ব্যাংকিং সেবা এবং আধুনিক সজ্জিতকরণ করাসহ সংশ্লিষ্ট বিষয়ে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। গতকাল রূপালী ব্যাংক লিমিটেডের ঢাকা নিউমার্কেট শাখার আধুনিক সাজে নতুনভাবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. আমহদ আল কবির। ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন, পরিচালক কাজী মোর্শেদ হোসেন কামাল, মো. মাহাবুবুর রহমান হিরণ, শেখ সিরাজুল হক ফরাজী, উপ- ব্যবস্থাপনা পরিচালক একেএম আশরাফ উদ্দিন খান, মহাব্যবস্থাপকবৃন্দসহ বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।