বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি জাতিসংঘের অস্ত্রবিরতী বাস্তবায়নের জন্য সিরিয়া সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। ইন্টারনেটে প্রকাশিত এক ভিডিও বার্তায় ফ্রি সিরিয়ান আর্মির একজন মুখপাত্র কর্নেল কাশেম সাদেদ্দিন জানিয়েছেন, এ ব্যাপারে সরকারী কোন উদ্যোগ দেখা না গেলে শান্তি-প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে তাদেরও আর কোন বাধ্যবাধকতা থাকবে না। খবর বিবিসির।
তাদের বার্তায় সরকারকে সেনাবাহিনী প্রত্যাহার করে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। এদিকে, বুধবার, সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষকরা দেইর আজ-জুর এলাকায় গুলিবিদ্ধ আরও ১৩টি মৃতদেহ পাওয়ার কথা জানিয়েছে।
প্রকাশিত ভিডিওতে কর্নেল সাদাদ্দিন জানিয়েছেন, সিরিয়ার শহর এবং গ্রাম থেকে সব সৈন্যকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, অনতিবিলম্বে অস্ত্র-বিরতি কার্যকর করতে হবে এবং ট্যাংক-গোলাবারুদ ফিরিয়ে নিতে হবে। ‘এছাড়াও সরকারকে দ্রুত সিরিয়ার আক্রান্ত জায়গাগুলোতে মানবিক সাহায্য যাওয়ার পথ সুগম করতে হবে, আটকদের মুক্তি দিতে হবে। সরকারকে এমন ব্যবস্থা করতে হবে যাতে জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনার মাধ্যমে সিরিয়ার মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে’।
বিদ্রোহীরা যেসব দাবির কথা ওই ভিডিওর মাধ্যমে জানিয়েছে, সেগুলো আদতে জাতিসংঘ এবং আরব লীগের বিশেষ দূত কফি আনানের শান্তি প্রক্রিয়াতেই বলা হয়েছে। বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, সিরিয় সেনাবাহিনীর ভারী অস্ত্রের তুলনায় বিদ্রোহীদের হাতের অস্ত্র নগণ্যই বলা চলে। তবে জাতিসংঘ বলছে, সিরিয়ার অনেক শহর-গ্রামই এখনো কার্যত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে।