জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রিচার্ড পাইবাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরি সুজন জানিয়েছেন, শিগগিরই জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে বাংলাদেশে আসবেন পাইবাস। তার অধীনেই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ল’র স্থলাভিষিক্ত হবেন পাইবাস। ২০১১ সালে ১ জুলাই দায়িত্ব নেওয়ার পর এ বছরের ১৬ এপ্রিল ব্যক্তিগত কারণে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান। এরপর টাইগারদের কোচ হতে বিসিসির কাছে সাক্ষাৎকার দেন সাবেক পাইবাস। পাইবাসকেই কোচ হিসেবে বেছে নিয়েছে বিসিবি। তিনি মাসিক ২০ হাজার ডলার বেতনে প্রশিক্ষক হিসাবে কাজ করবেন। কোচ হওয়ার জন্য লড়াই করতে হয়েছে পাইবাসকে। কারণ নটিংহ্যামশায়ারের কোচিং ডিরেক্টর মিক নিউয়েলও লাল-সবুজদের কোচ হতে ইচ্ছুক ছিলেন। বিসিবি তাকে সাক্ষাৎকারের জন্য না ডাকায় নিজেকে প্রত্যাহার করে নেন নিউয়েল। পাইবাস বাংলাদেশের কোচ হওয়ার আগে দুইবার পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ থেকে ২০০১ এবং ২০০৩ সালে আফ্রিদিদের কোচ ছিলেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকার বোর্ডার ও টাইটানের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৪৭ বছর বয়সী এই ক্রিকেটার।