বার্তা৭১ ডটকমঃ মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে লালমনিরহাট জেলা ছাত্রলীগ। রবিবার (১১ জুলাই) নারী-পুরুষের মাঝে নগদ টাকা, চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
কার্যক্রমে জেলা ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সামিউল ইসলাম (রতন) সহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে গোলাম মোস্তফা স্বপন সকলকে স্বাস্থ্যবিধি মেনে ও সরকারি নির্দেশনা পালনের আহ্বান জানান।
জেলা ছাত্রলীগ নেতা সামিউল ইসলাম (রতন) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সাধারণ মানুষের মাঝে নগদ টাকাসহ খ্যদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জনকল্যাণমূলক কার্যক্রমে জেলা ছাত্রলীগ সব সময় সাধারণ মানুষের পাশে ছিল ইনশাআল্লাহ সব সময় থাকবে।