বার্তা৭১ ডটকমঃ ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক তানভীর হাসান তানুকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (১১ জুলাই) দুপুরে তার জামিন আবেদন মঞ্জুর করা হয়।
বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইমরান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তানভীর হাসান তানুকে গ্রেপ্তারের পর তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত আইনজীবীদের যুক্তি-তর্ক শোনার পর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তানুকে জামিন দেন।
সাংবাদিক তানু অসুস্থ। এ অবস্থাতেই তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল ঠাকুরগাঁও থানা পুলিশ।
রোববার দুপুর ১২টায় তানুকে হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয়।
এর আগে শনিবার গভীর রাতে তানুর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে থানা হাজত থেকে হাসপাতালে নেওয়া হয়।
সাংবাদিক তানুর পরিবার সূত্রে জানা যায়, গত ৫ তারিখে করোনামুক্ত হন তিনি। তবে, এখনও তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছেন এবং নিয়মিত ওষুধ সেবন করছেন।
উল্লেখ্য, গত ৬ ও ৭ জুলাই অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ‘ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০ টাকার খাবার দেওয়া হয়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। পরে ওই হাসপাতালের পরিচালক সদর থানায় আইসিটি আইনে মামলা করেন। ওই মামলায় শনিবার সন্ধ্যায় তানুকে আটক করে পুলিশ।