আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা কোটবাড়ী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিতে কলেজ শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন উভয় গ্রুপের ৩ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় কোটবাড়ী ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়।
আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক জসিম উদ্দিন বার্তা৭১ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরো সংঘর্ষের আশংকায় হোস্টেলের ছাত্ররা নিরাপদ স্থানে চলে যাচ্ছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, রিন্টু ও মিঠু গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত সোহেল কলেজের মিঠু গ্রুপের নেতা।
এদিকে ক্যাম্পাস ছাড়াও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে প্রচুর সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।