৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। এবার প্রতি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বার্তা৭১ডটকমকে বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
তিনি জানান, দেশের ১৪২টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে এবার এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এবার ঢাকায় ৮৪টি, রাজশাহীতে ২৭, চট্টগ্রাম ১১, খুলনা ১০, বরিশাল চার ও সিলেটের ছয়টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে।
পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে বই-পুস্তক, ব্যাগ, মোবাইল ফেন বা অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগের যন্ত্রপাতি সম্পূর্ণ নিষিদ্ধ।
চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ৮ মার্চ থেকে ৭ এপ্রিল অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা নেওয়া হয়।
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করে টাকা জমা দিতে না পারা ১১ হাজার ৫৭৩ জন আবেদনকারীকে আদালতের নির্দেশনা অনুযায়ী গত ২৫ এপ্রিল আবেদন পূরণের সুযোগ দেয় পিএসসি।